বিশেষ প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের হাওর নিকলী উপজেলা ফুটবল গোল্ডকাপের চূড়ান্ত খেলা রোববার (২৩ সেপ্টেম্বর ২০১৮) বিকাল ৪টায় উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াহ ইয়া খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আফজাল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. ইসহাক ভূইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো. আবু বকর সিদ্দিক, মহিলা ভাইস চেয়ারম্যন রৌশন আক্তার প্রমুখ।
নির্দিষ্ট ও অতিরিক্ত সময়ের মধ্যেও কোনো পক্ষে গোল না হওয়ায় ট্রাইব্রেকারে নিকলী সদর একাদশ ৩-০ গোলে জারইতলা ইউনিয়ন একাদশকে পরাজিত করে।
বিজয়ী ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আলহাজ্ব আফজাল হোসেন এমপি।
ছবি সূত্র : মোহাম্মদ একরামুল হক (রুবেল)-এর এফবি টাইমলাইন