আমাদের নিকলী ডেস্ক ।।
শুধুমাত্র মদ্যপানের কারণে প্রতিবছর বিশ্বে ৩০ লাখ মানুষ মৃত্যুবরণ করেন। এই ৩০ লাখের মধ্যে শতকরা ৭৫ জন পুরুষ এবং ২৫ জন নারী। অ্যালকোহল গ্রহণ করে মৃত্যুর ঘটনা ইউরোপে সবচেয়ে বেশি। বিশ্বস্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সংস্থাটির পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে প্রায় দুই কোটি ৩০ লাখ মানুষ অ্যালকোহল সেবন করেন এবং অধিকাংশ ব্যক্তি ১৫ বছর বয়সের আগেই প্রথম অ্যালকোহল সেবন শুরু করে। এই অ্যালকোহলের মধ্যে স্পিরিট হিসেবে ৪৫ শতাংশ, বিয়ার ৩৪ শতাংশ, ওয়াইন হিসেবে ১২ শতাংশ সেবন করা হয়।
বিশ্বস্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল ডা. টেডরস আদহানম গেবারিয়াসেস বলেন, স্বাস্থ্যকর সমাজ গঠনে মারাক্তক ক্ষতিকর এ অ্যালকোহলের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার এখনই সময়।
বিশ্বে প্রতিবছর মোট মৃত্যুর সর্বোচ্চ ২৮ শতাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে আঘাতে, পরিপাকতন্ত্রের রোগে মারা যায় ২১ শতাংশ আর ১৯ শতাংশের মৃত্যুর কারণ কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার। বাকি মৃত্যুর কারণ সংক্রামক রোগ, ক্যানসার, মানসিক ব্যাধি, মদপান প্রভৃতি।
সূত্র : সময় নিউজ, ২২ সেপ্টেম্বর ২০১৮