সংবাদদাতা ।।
অষ্টগ্রামের হাটখোলাহাটিতে প্রতীকী কারবালার মাঠে ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে আশুরা পালিত হয়েছে। শনিবার ২৪ অক্টোবর সন্ধ্যা পৌনে ৬টায় আশুরার আনুষ্ঠানিকতা শেষ হয়।
স্থানীয় সূত্র মতে, অনেক আগে থেকেই অষ্টগ্রামে ব্যতিক্রমধর্মী আশুরা পালিত হয়ে আসছে। এবারো মহররমের প্রথম দিন থেকে অষ্টগ্রাম ও আশপাশের এলাকার মানুষজন আশুরা পালনে প্রতীকি কারবালার মাঠ তৈরি করেন। শনিবার আশুরার মূল আয়োজনে অংশ নেন হাজারো মানুষ।
এ উপলক্ষে হাটখোলাহাটির দেওয়ানবাড়ির ইমামবাড়াকে রং-বেরঙের কাগজ ও কাপড়ের ছোট-বড় অসংখ্য পতাকায় সাজানো হয়। এছাড়া জারি গান, শিরনি তৈরি ও বিতরণ, দরগায় তাবু তৈরি, বাড়ি বাড়ি তাজিয়া তৈরি ও বাদ্য-বাজনা সহযোগে মাতম জারির ব্যবস্থা করা হয়।
অষ্টগ্রাম থানার ওসি মো. কামরুল ইসলাম মোল্লা জানান, অনুষ্ঠানে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল সজাগ দৃষ্টিতে। চালু ছিল অতিরিক্ত নিরাপত্তা টহল। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অনুষ্ঠান আয়োজন শেষ হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।