মাহমুদ আল আজাদ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি ।।
হাটহাজারীতে মধু পোকার কামড়ে আবু বক্কর ছিদ্দিক (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ সেপ্টেম্বর ২০১৮) দুপুর বারোটার দিকে পৌর এলাকার আদর্শগ্রামের পশ্চিমে বড় টিলা নামক পাহাড়ের স্থানে ঘটনাটি সংগঠিত হয়। সে আদর্শগ্রামের উত্তর পাহাড়ে দীর্ঘ দুই যুগ ধরে পরিবার নিয়ে বসবাস করছিলেন আবু বক্কর ছিদ্দিক।
স্থানীয় প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, সকাল এগারোটায় পাহাড়ি কৃষি জমিতে ধানের চারাগাছের গোড়া পরিষ্কার করতে যান আবু বক্কর। কাজ করার কিছুক্ষণের মধ্যে হঠাৎ পাহাড়ের পাদদেশের কোনো এক স্থান থেকে একঝাঁক মধু পোকা এসে কৃষক ছিদ্দিকের মাথায় কামড় দেয়। এক পর্যায়ে তিনি তার ব্যবহৃত ছাতা দিয়ে তাদের আঘাত করে। মুহূর্তেই বিশাক্ত পোকাগুলো তার পুরো শরীরে কামড় দিতে থাকে।
প্রাণ বাঁচাতে দৌড়ঝাঁপ দিয়ে ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে নিজ বাড়িতে আসেন। এলাকার কিছু মানুষ তাকে দেখতে পেয়ে দ্রুত মুমুর্ষ অবস্থায় এক কবিরাজের কাছে নিলে অবস্থার বেগতিক দেখে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে ডাক্তাররা অপারগতা প্রকাশ করলে দ্রুত জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অসহায় দরিদ্র এই কৃষি পরিবারের একমাত্র উপানক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন নিঃস্ব। স্বামীকে হারিয়ে স্ত্রী, পিতাকে হারিয়ে সন্তানরা এখন দিশেহারা। স্বামী হারানোর শোকে স্ত্রী কান্না করতে করতে বার বার মোর্চা যাচ্ছেন। আকাশ-বাতাস হয়ে উঠেছে ভারী, পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া; যেন এক বেদনাদায়ক দৃশ্যের অবতারণা। রাত সাড়ে দশটায় আদর্শগ্রাম স্কুল মাঠে জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।