নতুন আরো দুই গ্রহের সন্ধান!

আমাদের নিকলী ডেস্ক ।।

নাসার গ্রহ সন্ধানী অরবিটাল টেলিস্কোপ নতুন করে আরও দু’টি গ্রহের সন্ধান পেয়েছে। তবে দু’টি গ্রহই খুব গরম। প্রাণ ধারণের উপযোগী নয়। নতুন এ গ্রহ দু’টির নাম সুপার আর্থ ও হট আর্থ।

এ সৌরমণ্ডলের বাইরে নতুন নতুন গ্রহের সন্ধান করার জন্য এপ্রিলে ফ্লোরিডার কেপ ক্যানভেরাল থেকে ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট বা টিইএসএস বা টেস উৎক্ষেপণ করেছিল নাসা।

বৃহস্পতিবার টেস’র ডেপুটি সায়েন্স ডিরেক্টর সারা সিগার জানান, পাই মেনসে সি বা সুপার আর্থ রয়েছে আমাদের গ্রহ থেকে ৬০ আলোকবর্ষ দূরে। পাই মেনসে সি পৃথিবীর প্রায় দ্বিগুণ। নিজের নক্ষত্রকে এটি প্রদক্ষিণ করে ৬.৩ দিনে।

অন্যদিকে দ্বিতীয় গ্রহ এলএইচএস ৩৮৪৪ বি বা হট আর্থ রয়েছে পৃথিবী থেকে ৪৯ আলোকবর্ষ দূরে। নিজের নক্ষত্রকে এটি প্রদক্ষিণ করে ১১ ঘণ্টায়। তাই এর তাপমাত্রা পাই মেনসে সি’র থেকেও অনেক বেশি।

টেস’র নাসার প্রোগ্রাম বিজ্ঞানী মার্টিন স্পিল জানান, পাই মেনসে সি সম্পর্কে যেটুকু তথ্য এখনও পর্যন্ত টেস পাঠিয়েছে, তাতে মনে হয়েছে- হয় গ্রহটি সম্পূর্ণ পাথুরে অথবা সম্পূর্ণ জলীয়। নয়তো দু’রকমই মিলিয়ে হতে পারে। এছাড়া পাই মেনসে সি এবং এলএইচএস ৩৮৪৪ বি’র দু’টি নক্ষত্র নিয়েও আরও তথ্য জোগাড়ের চেষ্টা করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। দু’বছরের পরিক্রমায় রয়েছে টেস। দু’বছরের মধ্যে টেস এ ধরনের আরও অনেক গ্রহ খুঁজে পাবে বলে আশা বিজ্ঞানীদের।

সূত্র : জাগো বাংলা, ২৩ সেপ্টেম্বর ২০১৮

Similar Posts

error: Content is protected !!