শুরু হলো কিশোরগঞ্জ ক্রিকেট একাডেমি

সংবাদদাতা ।।
বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে শুরু হয়েছে কিশোরগঞ্জ ক্রিকেট একাডেমির পথচলা। শুক্রবার বিকেলে জেলা সদরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে এই একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোচদের তত্ত্বাবধানে নব গঠিত এ ক্রিকেট একাডেমি দীর্ঘ মেয়াদি প্রশিক্ষণ দেবে জেলার বাছাই করা তরুণ ক্রিকেটারদের। কিশোরগঞ্জ ক্রিকেট একাডেমিকে উৎসাহ জোগাতে মাঠে আসা জাতীয় দলের সাবেক খেলোয়াড়, বোর্ড কর্মকর্তা ও কোচদের সাথে স্থানীয় খেলোয়াড় ও সংগঠকদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল ক্রিকেট সংশ্লিষ্টদের মিলনমেলায় পরিণত হয়।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন বিসিবি কোচ জালাল আহমেদ চৌধুরী, জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক শফিকুল হক হীরা ও মো. আশরাফুল, জাতীয় দলের হয়ে প্রথম আন্তর্জাতিক শতক করা তারকা মেহরাব হোসেন অপি, জাতীয় দলের সাবেক দুই পেস বোলার হাসিবুল হাসান শান্ত ও মাহমুদুল হাসান (বিকাশ রানা), সাবেক ওপেনার হারুনুর রশীদ লিটন এবং বাংলাদেশ ক্রিকেটার কল্যাণ সংস্থা কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পালসহ আরো অনেকেই।
এ উপলক্ষে কলেজ মাঠে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ ক্রিকেট একাডেমির চেয়ারম্যান রাসেল আহমেদ তুহিন। অতিথিরা উৎসবমুখর পরিবেশে একাডেমির ফেস্টুনসহ বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে ঢাকা থেকে আগত আমন্ত্রিত ছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. জিল্লুর রহমান ও পুলিশ সুপার আনোয়ার হোসেন খান।

kishoregonj_cricket_academy
কিশোরগঞ্জ ক্রিকেট একাডেমির সদস্য সচিব লুৎফুল্লাহ হুসাইন পাভেল বলেন, প্রধান কোচ মেহরাব হোসেন অপিসহ ১০ জন কোচের অধীনে বাছাই করা দুইশো তরুণকে ক্যাম্পে প্রশিক্ষণ দেওয়া হবে। হাসিবুল হোসেন শান্ত একাডেমির বোলিং কোচ এবং হারুনুর রশীদ লিটন ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন। ক্যাম্পে অংশ নিতে ইতিমধ্যে এক হাজার ৭৭৬ জন নিবন্ধিত হয়েছেন। বাছাইয়ে যারা বাদ পড়বে তাদেরও ক্রিকেটের মৌলিক বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে।
টানা দুই মাস ক্যাম্প চলার পর এখানকার খেলোয়াড়দের অংশগ্রহণে একটি টুর্নামেন্টের আয়োজন করা হবে বলে পাভেল জানান। এই ক্যাম্পে প্রশিক্ষণ অব্যাহতভাবে চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!