ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
ধামইরহাটে আশ্রয় সম্মান প্রকল্পের সদস্যদের সাথে ভূমি কর্তৃপক্ষের সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ সেপ্টেম্বর ২০১৮) সকাল ১০টায় আশ্রয় সম্মান প্রকল্প কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোসাঃ আলপনা ইয়াসমিন।
এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারি ভূমি উন্নয়ন কর্মকর্তা দিপক কুমার দাস ও আবু বক্কর ছিদ্দিক, নারী নেত্রী আঞ্জুয়ারা বেগম, প্রকল্প ব্যবস্থাপক আনোয়ার হোসেন, ইউনিট ব্যবস্থাপক অপূর্ব চন্দ্র তালুকদার।
সভাপতিত্ব করেন প্রকল্পের আওতায় গঠিত আলমপুর ইউনিয়ন ফেডারেশনের সভাপতি রোজিনা।
সহকারি কমিশনার (ভূমি) আলপনা ইয়াসমিন আশ্রয় সম্মান প্রকল্পের সদস্যদের ভূমি সংক্রান্ত সমস্যার কথা শোনেন এবং সমাধানের উপায়সহ ভূমি বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।