নিকলীতে নারীর ক্ষমতায়ন ও সহিংসতা নিরসন কর্মশালা

বিশেষ প্রতিনিধি ।।

নিকলীতে বেসরকারি সংস্থা পপি-সৌহার্দ্য প্রকল্পের আয়োজনে (২৭ অক্টোবর ২০১৮) বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে “নারীর ক্ষমতায়ন ও নারীর প্রতি সহিংসতা নিরসন” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি ছিলেন নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াহ ইয়া খাঁন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রৌশন আক্তার।

প্রকল্পটির ফিল্ড সুপারভাইজার (এফএস) তরুণ বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূরুজ্জামান হাবীব, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আসিফ ইমতিয়াজ মুনীর, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আজিজুল ইসলাম প্রমুখ।

পপি-সৌহার্দ্য প্রকল্পটির কর্ম এলাকা উপজেলার ৪টি ইউনিয়নের ২৯ গ্রামের ভলান্টিয়ারবৃন্দ নারীর ক্ষমতায়ন ও নারীর প্রতি সহিংসতার বাস্তব চিত্র, অভিজ্ঞতা উল্লেখ করে প্রকল্পটির সুফলতার নানা দিক তুলে ধরেন।

Similar Posts

error: Content is protected !!