আমাদের নিকলী ডেস্ক ।।
গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেট। ব্যাট-বলের এ খেলায় কখন কি কাণ্ড ঘটে যায় বলতে পারে না কেউই। নিত্য নতুন অসাধারণ সব কাণ্ড ঘটিয়ে ক্রীড়াপ্রেমীদের মাতিয়ে রাখেন ক্রিকেটাররা।
তেমনই এক কাণ্ড ঘটালেন অস্ট্রেলিয়ার মারকুটে ক্রিকেটার ডি’আরকি শর্ট। লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসেই মারলেন ২৩টি ছক্কা। নতুন করে লিখলেন বিশ্বরেকর্ড।
শুক্রবার সকালে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে কুইন্সল্যান্ডের বিপক্ষে ১৪৮ বলে ২৫৭ রানের ইনিংস খেলার পথে এ অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়েছেন শর্ট। ইনিংসের তৃতীয় ওভারে ব্যাট করতে নেমে আউট হন ৪৬তম ওভারে।
এরই মাঝে তিনি খেলেন ১৪৮টি ডেলিভারি। ১৫টি চারের পাশাপাশি ২৩ বার উড়িয়ে মাঠ ছাড়া করেন বল। স্বীকৃত ক্রিকেটে এক ইনিংসে এর চেয়ে বেশি ছক্কার রেকর্ড নেই আর কোনো। ২০০৭ সালে ১৯৬ রানের ইনিংস খেলার পথে ১৭টি ছক্কা মেরেছিলেন নামিবিয়ার গ্যারি স্নাইমেন। সেই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় গিয়ে বসলেন শর্ট।
এছাড়াও লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহের তালিকায় ৩ নম্বরে নিজের নাম তুললেন এ অস্ট্রেলিয়ান ক্রিকেটার। তিনি আউট হওয়ার সময়ে ইনিংসে বাকি ছিলো আরও ২৮টি বল। আউট না হলে নিশ্চিতভাবেই ২০০২ সালে আলি ব্রাউনের করা ২৬৮ রানের রেকর্ডটি নিজের করতে পারতেন শর্ট।
২০১৪ সালে ২৬৪ রানের ইনিংস খেলে লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন ভারতের রোহিত শর্মা। শর্টের ২৫৭ রানের ইনিংসের পরেও পুরো পঞ্চাশ ওভার খেলতে পারেনি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। ৪৭ ওভারে অলআউট হওয়ার আগে তাদের স্কোরবোর্ডে জমা হয়েছে ৩৮৭ রান।
সূত্র : জাগো নিউজ, ২৮ সেপ্টেম্বর ২০১৮