সংবাদদাতা ।।
সম্প্রতি নিকলী সদর ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়েছে। মোঃ চান্দালীকে (মেম্বার) সভাপতি ও ব্যবসায়ী আব্দুল কাদির জিলানকে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিকে স্বাগত জানিয়ে সদর ইউনিয়ন এবং নতুন বাজার বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শুক্রবার বাদ জুম-আ আনন্দ মিছিল হয়। মিছিলে অংশগ্রহণ করেন ইউনিয়ন বিএনপি নেতা সাহের উদ্দিন, কামরুল হাসান স্বাধীন, জমসেদ আলী, ৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক মুনির হোসেন, সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম, সহ-সভাপতি বাছির মিয়া, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী মিছিলে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন। আনন্দ মিছিলটি নতুন বাজার থেকে শুরু করে নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ কলেজ, শহিদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয় মোড়, পোস্ট অফিস হয়ে আবার নতুন বাজার ব্রিজের কাছে এসে শেষ হয়।