মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।
গোকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান মিজানের বাবা আফছার আলীর (৫২) দাফন সোমবার দুপুরে পারিবারিক কবরস্থানে সম্পন্ন হয়েছে।
এর আগে সোমবার বাদ জহর মরহুমের গ্রামের বাড়ী গোকুল দনি পাড়ায় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে উপস্থিত ছিলেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ মেহেদী হাসান হিমুসহ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষক দলের সদর থানা সাধারণ সম্পাদক এবিএম মিলন, মহাস্থান প্রেস ক্লাব সভাপতি, আব্দুল বাছেত, যুগ্মসম্পাদক, ওবাইদুর রহমান, দপ্তর সম্পাদক আব্দুল বারী, সবুজ নার্সারীর সত্ত্বাধিকারী অধ্যাপক আব্দুল মান্নান, ইউপি সদস্য ইমদাদুল হক দুলালসহ বিভিন্ন পর্যায়ের স্থানীয়বৃন্দ ও মুসলীবৃন্দ।
জানাযা নামাজে ইমামতির দায়িত্ব পালন করেন জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ফজলে রাব্বী তোহা। উল্লেখ্য, মরহুম আফছার আলী রোববার সন্ধ্যায় অসুস্থ্য অবস্থায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন।