আমাদের নিকলী ডেস্ক ।।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় জানানো হয়েছে, আগামী বছরের (২০১৯) জন্য প্রাথমিক বিদ্যালয়ের বইয়ের ছাপার কাজ এ বছরের ১৪ ডিসেম্বরের মধ্যে শেষ হবে।
কমিটির সভাপতি মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে মঙ্গরবার (২ অক্টোবর ২০১৮) সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ কথা জানানো হয়।
কমিটির সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, আলী আজম এবং মোহাম্মদ ইলিয়াছ সভায় অংশগ্রহণ করেন।
সভায় জানানো হয়, ডিপিপি মোতাবেক ৫ বছরমেয়াদী পিইডিপি-৪ কর্মসূচির আওতায় ৩য় বছর ২০২০-২১ অর্থবছরের মধ্যে প্রাথমিকের স্বতন্ত্র শিক্ষা বোর্ড বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে।
সভায় আরো জানানো হয়, প্রাথমিক বিদ্যালয়ের ২০১৯ সালের এনসিটিবি কর্তৃক বই ছাপানোর কার্যক্রম আগামী ১৪ ডিসেম্বর, ২০১৮-এর মধ্যে সম্পন্ন করা হবে। এছাড়াও পিইডিপি-৪ প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বাসস