লাখাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ : আহত ২০

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।

হবিগঞ্জের লাখাই উপজেলার সিংহগ্রামে গ্রামবাসীর দুই দলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্ততঃপক্ষে ২০জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।

গুরুত্বর আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

বুধবার (৩ অক্টোবর ২০১৮) ভোর ৬টার দিকে উপজেলার করাব ইউনিয়নের সিংহগ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় পুকুর এবং রাস্তাকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারের লক্ষ্যে সিংহগ্রামের আব্দুল কুদ্দুস মিয়া ও একই গ্রামের মোস্তফা মিয়ার মধ্যে মতবিরোধ দেখা দিলে উভয়ের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধির মধ্যস্থতায় শেষ করার উদ্যোগ নিলেও এক পর্যায় বুধবার ভোর সকালে উভয় দলের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংগর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে লাখাই থানা ওসি ইমরান খানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌছলে পরিস্থিতি শান্ত হয়।

Similar Posts

error: Content is protected !!