নিজস্ব প্রতিবেদক ।।
উত্তর চট্টগ্রামের হাটহাজারীর প্রাণকেন্দ্রে (দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার কিছু উত্তরে) হাটহাজারী উপজেলাস্থ ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান মা’আরিফুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসার হেফজ ও স্ট্যান্ডার্ড নাজেরা বিভাগে ছাত্র ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। সীমিত সংখ্যক আসনে ভর্তি ইচ্ছুকদের অভিভাবকগণ যোগাযোগ করতে পারেন।
প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষার্থীদের সার্বিক তত্ত্বাবধানে সার্বক্ষণিক পর্যবেক্ষণসহ তিন বেলা সু-স্বাদু ও স্বাস্থ্যকর খাবার পরিবেশন করা হয়। বিশুদ্ধ কুরআন তিলাওয়াতে আন্তর্জাতিক মান বজায় রেখে শিক্ষার্থীদের জন্য সহজবোধ্য করে তুলতে দক্ষ হাফেজে কুরআন সার্বক্ষণিক তদারকি করবেন।
এক নজরে দেখা নেয়া যাক প্রতিষ্ঠানটির সার্ভিসসমূহ
* আবাসিক, অনাবাসিক ও ডে-কেয়ার।
* যুগপোযোগী হিফজুল কুরআন বিভাগ। স্ট্যান্ডার্ড নাজেরা বিভাগ।
* তাজবীদের ওপর সর্বাধিক গুরুত্ব প্রদান।
* দক্ষ, অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমণ্ডলী দ্বারা সার্বক্ষণিক তত্ত্বাবধান।
* প্রবাসী ও ব্যস্ত বাবা-মায়ের ছেলেদের অভিভাবকের দায়িত্ব গ্রহণ।
* পিতৃতুল্য স্নেহের মাধ্যমে মনোরম পরিবেশে পাঠদান। সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা।
* সঠিক সময়ে বিশ্রাম ও ঘুম।
* সু-স্বাস্থ্যকর পরিবেশে ৩ বেলা খাবার পরিবেশন।
* অভিজ্ঞ, দক্ষ শিক্ষক দ্বারা পাঠদান।
* উপজেলা, জেলাসহ বিভাগীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ।
* সর্বোপরি সুন্দর, সু-শৃংখল ও আদর্শ সন্তান গড়ে তুলতে মা’আরিফুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসা বদ্ধ পরিকর।
আরো বিস্তারিত জানতে সরাসরি প্রতিষ্ঠানটির এই নাম্বারে যোগাযোগ করতে পারেন : 01868736945, 01819333522, 01818006574, 01853004766।