ব্যতিক্রমধর্মী মা’আরিফুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসায় ভর্তি চলছে

নিজস্ব প্রতিবেদক ।।

উত্তর চট্টগ্রামের হাটহাজারীর প্রাণকেন্দ্রে (দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার কিছু উত্তরে) হাটহাজারী উপজেলাস্থ ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান মা’আরিফুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসার হেফজ ও স্ট্যান্ডার্ড নাজেরা বিভাগে ছাত্র ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। সীমিত সংখ্যক আসনে ভর্তি ইচ্ছুকদের অভিভাবকগণ যোগাযোগ করতে পারেন।

প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষার্থীদের সার্বিক তত্ত্বাবধানে সার্বক্ষণিক পর্যবেক্ষণসহ তিন বেলা সু-স্বাদু ও স্বাস্থ্যকর খাবার পরিবেশন করা হয়। বিশুদ্ধ কুরআন তিলাওয়াতে আন্তর্জাতিক মান বজায় রেখে শিক্ষার্থীদের জন্য সহজবোধ্য করে তুলতে দক্ষ হাফেজে কুরআন সার্বক্ষণিক তদারকি করবেন।

এক নজরে দেখা নেয়া যাক প্রতিষ্ঠানটির সার্ভিসসমূহ
* আবাসিক, অনাবাসিক ও ডে-কেয়ার।
* যুগপোযোগী হিফজুল কুরআন বিভাগ। স্ট্যান্ডার্ড নাজেরা বিভাগ।
* তাজবীদের ওপর সর্বাধিক গুরুত্ব প্রদান।
* দক্ষ, অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমণ্ডলী দ্বারা সার্বক্ষণিক তত্ত্বাবধান।
* প্রবাসী ও ব্যস্ত বাবা-মায়ের ছেলেদের অভিভাবকের দায়িত্ব গ্রহণ।
* পিতৃতুল্য স্নেহের মাধ্যমে মনোরম পরিবেশে পাঠদান। সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা।
* সঠিক সময়ে বিশ্রাম ও ঘুম।
* সু-স্বাস্থ্যকর পরিবেশে ৩ বেলা খাবার পরিবেশন।
* অভিজ্ঞ, দক্ষ শিক্ষক দ্বারা পাঠদান।
* উপজেলা, জেলাসহ বিভাগীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ।
* সর্বোপরি সুন্দর, সু-শৃংখল ও আদর্শ সন্তান গড়ে তুলতে মা’আরিফুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসা বদ্ধ পরিকর।

আরো বিস্তারিত জানতে সরাসরি প্রতিষ্ঠানটির এই নাম্বারে যোগাযোগ করতে পারেন : 01868736945, 01819333522, 01818006574, 01853004766।

Similar Posts

error: Content is protected !!