লাখাইয়ে তিনদিনব্যাপী উন্নয়ন মেলা উদ্বোধন

মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।

“উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (৪ অক্টোবর ২০১৮) বেলা ১১টায় হবিগঞ্জের লাখাইয়ে শুরু হলো তিনদিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮।

এ উপলক্ষে লাখাই উপজেলা প্রশাসনের উদ্যোগে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে হেলিপ্যাড প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেলার উদ্বোধক লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহ-কমিশনার (ভূমি) জাহিদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নেছা বেগম, থানার ওসি অজয় চন্দ্র দেব।

শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন মাওলানা শফিকুল ইসলাম, গীতা পাঠ করেন দেবাশীষ আচার্য্য। অন্যদের মাঝে বক্তব্য রাখেন আব্দুল মতিন মাস্টার, জয়নাল আবেদীন, মুক্তিযোদ্ধা কমান্ডার জহিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল, ইঞ্জিনিয়ার আব্দুল হাই কামাল, শেখ মুক্তার হোসেন বেনু প্রমুখ।

উপজেলা প্রশাসনিক চত্তর সংলগ্ন হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত মেলায় থাকছে ৪০টি স্টল। এর মধ্যে বেশ কয়টি প্রতিষ্ঠান সরাসরি সেবা প্রদান করবে বলে জানা যায়।

Similar Posts

error: Content is protected !!