আমাদের নিকলী ডেস্ক ।।
বাজিতপুরে তিন দিনব্যাপী জাতীয় উন্নয়ন মেলা উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৪ অক্টোবর ২০১৮) থেকে শুরু হওয়া এই উন্নয়ন মেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেন।
মেলা উদ্বোধনের আগে উপজেলা সদরে এক বিশাল র্যালি বের করা হয়। র্যালিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সারওয়ার আলম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. যুবায়ের নেতৃত্ব দেন।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ মো. আফজাল হোসেন। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, আওয়ামী লীগের এই ১০ বছরে দেশ অনেক এগিয়ে গেছে। আগামী দিনেও শেখ হাসিনার নেতৃত্বে দেশ আরো এগিয়ে যাবে।
আলোচনা সভায় অন্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সারওয়ার আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানমুন হাসান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. মোবারক হোসেন মাস্টার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নূরুল হক, আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ বক্তব্য রাখেন।
সূত্র : কিশোরগঞ্জ নিউজ, ৪ অক্টোবর ২০১৮