ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী ড. আখতারুল আলমের নির্বাচনী শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ অক্টোবর ২০১৮) সকালে ধামইরহাট শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে তার সমর্থকদের নিয়ে শোডাউনটি শুরু হয়ে ধামইরহাট ও পত্নীতলা উপজেলা প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে শেষ হয়।
মোটরসাইকেল শোডাউনে অংশ নেন উপজেলা যুবলীগ নেতা আলমগীর হোসেন, উমার ইউনিয়ন যুবলীগের সম্পাদক গোলাম রব্বানী, আ’লীগ নেতা বাবলু, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আ. রউফসহ বিভিন্ন ইউনিয়নের থেকে নেতা-কর্মীরা।
আখতারুল আলম বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকার পক্ষে সবাইকে একযোগে কাজ করতে হবে। নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে আবারো বিজয়ী করাই আমাদের একমাত্র লক্ষ্য। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধুর যোগ্য কন্যা শেখ হাসিনার উন্নয়নের বার্তা শোডাউন ও র্যালির মাধ্যমে তৃণমূলের মানুষদের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে আজকের এই মোটরসাইকেল শোভাযাত্রা বের করেছি। জনপ্রিয়তা ও দলীয় কর্মকাণ্ডের সঙ্গে কে কতটুকু যুক্ত তার যাচাই-বাছাইয়ের ভিত্তিতে আমাকে যদি উন্নয়ন ও শান্তির প্রতীক নৌকা মার্কা দেয়া হয় তাহলে আমি বিপুল ভোটে বিজয়ী হতে পারবো বলে আশাবাদি।
এছাড়াও তিনি ভোটারদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান আ’লীগ সরকারের উন্নয়নের তালিকা ও ব্যক্তিগত পরিচিত সংবলিত লিফলেট বিতরণ করেন। তিনি ধামইরহাট-পত্নীতলার শিবপুর-মধ্যইল হয়ে দিবর, শিহাড়া ইউনিয়ন ও আগ্রাদ্বিগুন-খেলনা ইউনিয়নের শোডাউন করেন।