বিশেষ প্রতিনিধি ।।
নিকলীতে বিএনপির আয়োজনে শুক্রবার (৫ই অক্টোবর ২০১৮) সকালে দলটির উপজেলা কার্যালয়ের সামনে কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। কোন্দল কাটিয়ে নেতাদের অংশগ্রহণ স্থানীয় রাজনীতিতে দলটির ঐতিহ্য ফিরেছে বলে কর্মী-সমর্থকরা মনে করছেন।
নিকলী উপজেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠুর সভাপতিত্বে ও সম্পাদক আবু সাঈদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও বাজিতপুর উপজেলা সভাপতি শেখ মজিবুর রহমান ইকবাল।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক আবীর, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মানিক মিয়া, আবদুল ওয়াদুদ, হাজী মাসুক মিয়া, সহ-সম্পাদক তাপস কুমার অপু, সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান দুলাল, যুবদল সভাপতি আতিকুল হক হেলিম, জেলা যুবদল যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল প্রমুখ।
বক্তারা শেখ হাসিনা সরকারকে ফ্যাসিবাদী উল্লেখ করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি সংগ্রামে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। সংসদ নির্বাচনে আভ্যন্তরীণ কোন্দল ভুলে ধানের শীষের পক্ষে মাঠে থাকতে কর্মীদের নির্দেশ প্রদান করেন।