আজিজুল হক বিপুল, মহাস্থান (বগুড়া) ।।
বগুড়ার সদর উপজেলার লাহিড়ী পাড়া ইউনিয়নের। ৩ নং ওয়ার্ডের রহমত বালা গ্রামের মৃত জব্বার আলীর স্ত্রী জামিলা বেওয়া (৮৫) নামে এক বৃদ্ধা বয়স্কভাতা, বিধবাভাতা, কিংবা ভিজিএফ কিছুই পাচ্ছে না।
তাই জীবন সংগ্রামে টিকে থাকতে বেছে নিয়েছেন ভিক্ষাবৃত্তি। ভিখারিনী জামিলা বেওয়া বর্তমানে যে বাড়িটিতে বাস করছেন সেই বাড়ি নিয়ে ঝামেলা চলছে কিছু দিন পূর্বে তার ঘরে আগুন লেগে আংশিক পুড়ে যায় বলে জানায়।
তিন ছেলে দুই মেয়ের জননী জামিলা বেওয়া বলেন, এক সময় আমার সব ছিল। ছেলেরা বিয়ের পর পৃথক হয়ে গেল, মেয়ে দুইটির বিয়ে হয়ে গেল, সবকিছু বিক্রি করে, অসুস্থ্য স্বামীর ঠিকমত চিকিৎসা করতে না পারায়, সে ধুকে ধুকে মারা গেল। এখন ভিক্ষা করলে পেটে ভাত জুটে না করলে অনাহারে থাকতে হয়।
এই বিধবা বৃদ্ধা মহিলার সরকারি কোনো ভাতা জুটছে না তার ভাগ্যে। বয়স্কভাতা, বিধবাভাতা কিংবা ভিজিএফ সুবিধা কেন পাচ্ছে না জানতে চাইলে জামিলা বেওয়া বলেন, টাকা দিতে পারি না সে কারণে কোন ভাতা জুটে না।
বিষয়টি নিয়ে কথা হয় স্থানীয় ইউপি সদস্য আল আমিনের সাথে। তিনি বলেন, আমাকে মাত্র ৩টি কার্ড দিয়েছিল সেই কারণে দিতে পারিনি। এই বার আসলে জামিলাকে প্রথম দিব।
এ বিষয়ে চেয়ারম্যান মাফতুন আহম্মেদের সাথে কথা বললে তিনি জানান, স্থানীয় মেম্বারকে নিয়ে জামিলা বেওয়াকে বয়স্কভাতার ব্যবস্থা করে দেবো।