মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণকে অবহিত করার লক্ষে “উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের লাখাইয়ে অনুষ্ঠিত তিন দিনব্যাপি চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ শেষ হয়েছে।
লাখাই উপজেলা প্রশাসনের আয়োজনে তিনদিন ব্যাপি মেলার সমাপনী উপলক্ষে গতকাল শনিবার বেলা ৩ টায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ লাখাই নির্বাচনী এলাকার সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবু জাহির। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব এডভোকেট আবু জাহির এমপি দেশে বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের উন্নয়নমুলক কর্মকাণ্ড তুলে ধরেন।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান হোসেন, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল, এনমানুল হক মামুন, রফিকুল ইসলাম মলাই, প্রেসক্লাব সভাপতি এডঃ আলীনোয়াজ।
প্রধান অতিথি মেলায় অংশগ্রহণকারী স্টলের মধ্যে ১ম স্থান অধিকারীসহ শ্রেষ্ঠদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন এবং উপজেলা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মহিলাদের মাঝে সেলাই মেশিন, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদানসহ ভিক্ষুকদের পুনর্বাসনের লক্ষে পুনর্বাসন সামগ্রী বিতরণ করেন।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন দেলোয়ার হোসেন, গীতা পাঠ করেন গৌতম রায়। অনুষ্ঠান পরিচালনা করেন গোলাম সারোয়ার ভুইয়া।