লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।
লাখাইয়ে ১২জন ভিক্ষুককে পুর্নবাসনের লক্ষ্যে বাছুরসহ গাভী প্রদান করা হয়েছে। এছাড়াও ২জনকে দেয়া হয়েছে মুদির দোকান।
গত শনিবার বিকাল ৫ টায় হবিগঞ্জের লাখাই উপজেলা পরিষদের সামনে ভিক্ষুকদের হাতে এসব পুনর্বাসন সামগ্রী তুলে দেন হবিগঞ্জ সদর, লাখাই ও সায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট আবু জাহির এমপি।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওবায়েদুর রহমানসহ সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে লাখাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওবায়দুর রহমান জানান, ভিক্ষুক পুনর্বাসন কর্মসুচির আওতায় উপজেলার বিভিন্ন স্থান থেকে ভিক্ষুকদের খুঁজে এনে তাদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও দুইজন ভিক্ষুককে মুদি দোকানের ব্যবস্থা করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে উপস্থিত সকলকে উন্নয়নের ধারবাহিকতা বজায় রাখতে আহ্বান জানান।