মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।
উত্তর বগুড়ায় এবার পেঁপের বাম্পার ফলন হলেও বাজারে দাম কম হওয়ায় কৃষকরা হতাশায় ভুগছেন। ঐতিহাসিক মহাস্থান হাটের সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে অন্যান্য জেলার চাহিদা মিটায়।
আর এই সবজিগুলির বেশিরভাগ উৎপাদন হয় উত্তর বগুড়ার বিভিন্ন এলাকায়। শীতকালীন সবজি বাজারে উঠার আগে বাজারে সবজি বলতে, পেঁপে ও সাচি লাউয়ের (কদু) আমদানিই বেশি। কিন্তু বর্তমানে পেঁপে এক শত টাকা থেকে দেড় শত টাকা মণ দরে বিক্রয় হচ্ছে। যাতে করে কৃষকের উৎপাদন খরচ উঠছে না।
শীতকালীন সবজি বাজারে উঠা শুরু হয়েছে। অল্প কিছুদিনের মধ্যে শীতকালীন সবজির আমদানি বেড়ে গেলে পেঁপের দাম আরো কমে যাওয়ার আশঙ্কায় উত্তর বগুড়ার পেঁপেচাষীরা হতাশায় ভুগছেন।
বগুড়া সদরের লাহিরীপাড়া ইউনিয়নের মধুমাঝিড়া গ্রামের পেঁপে চাষী আব্দুস ছিদ্দিক জানান, অনেক আশা নিয়ে পেঁপে চাষ করলাম। এই সময় অন্য সবজি বেশি থাকে না। তাই দাম বেশি পাব বলে। শুরুতে ৩/৪ শত টাকা মণ বিক্রি হলেও এখন এক দেড় শত টাকা মণ দরে বিক্রি করতে হচ্ছে।
একই এলাকার আব্দুর রশিদ জানান, আমার নিজের জমি ছাড়াও জমি পত্তন নিয়ে লাভের আশায় পেঁপে চাষ করলাম। দাম ভাল থাকলে ২/৩ লাখ টাকা লাভ হত। দাম কমে যাওয়ায় এখন খরচের টাকা উঠা কঠিন হবে।
কোন কোন কৃষক যাদের কিছু গাছ নষ্ট হয়ে ফলন কমে গেছে, তারা এখন পেঁপে গাছ উঠিয়ে ফেলে শীতকালীন সবজি আলু, কপি, বেগুন, মূলা চাষের প্রস্তুতি নিচ্ছেন।