নিকলীতে এবার ১৭ মণ্ডপে দুর্গা পূজা

বিশেষ প্রতিনিধি ।।

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় এবার ১৭টি মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সর্ব বৃহৎ শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। ঐতিহাসিক সাম্প্রদায়িক সম্প্রীতির উপজেলা জুড়ে বইছে উৎসবের হাওয়া।

নিকলী সদর ইউনিয়নে ৮টি, দামপাড়ায় ৫টি ও গুরুইয়ের ৪টিসহ মোট ১৭টি মণ্ডপে ইতিমধ্যেই মূর্তি তৈরির কাজ শেষ। পূজার কেনাকাটায় দর্জিবাড়ি, তৈরি পোশাক, জুতা ও কসমেটিকসের দোকানগুলিতে ক্রেতাদের উপচেপড়া ভীড়।

হাওর অর্থনীতিতে সকল শ্রেণির ব্যবসায়ীর পালে এখন উত্তাল হাওয়া। মণ্ডপে মণ্ডপে চলছে ডেকোরেশন আর আলোকসজ্জার প্রস্তুতি। পূজা উদযাপন কমিটিগুলোর অঘোষিত প্রতিযোগিতায় ইতিমধ্যেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়ছে চারদিকে। নান্দনিক আর ব্যয়বহুল সাজসজ্জা দেখতে মণ্ডপগুলোতে শুরু হয়েছে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব বয়েসি মানুষের ভীড়।

উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক, তহশীলদার বিপুল দেবনাথ জানান, নিকলীতে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো ইতিহাস নেই। স্থানীয় মানুষ সকলেই পূজার নিরাপত্তায় কাজ করেন। তারপরও প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হয়েছে।

নিকলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াহ ইয়া খাঁন জানান, ইতিমধ্যেই পুলিশ বাহিনী, আনসারসহ পূজা উদযাপন কমিটি ও নিরাপত্তা সংশ্লিষ্ট সকলের সাথে সভা করেছি। ১৪ অক্টোবর হতে জেলা থেকে একজন ম্যাজিস্ট্রেট নিকলীতে দেবীর বিসর্জন পর্যন্ত অবস্থান করবেন। সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

Similar Posts

error: Content is protected !!