শরীরের যেসব উপকারে পান পাতা তুলনাহীন!

আমাদের নিকলী ডেস্ক ।।

পেটের নানা সমস্যার জন্য পানের বিকল্প নেই। ওষুধের বদলে নিয়মিত যদি পানের ব্যবহার করা হয়, রেহাই পাওয়া যায় বদহজম, পেট পরিষ্কার না হওয়া, গ্যাসট্রিকের মতো নানা সমস্যা থেকে।

১. পান পাতা খাবার হজম করার জন্য খুবই উপকারি। আয়ুর্বেদ শাস্ত্র মতে খাওয়ার পরে পান খাওয়া শরীরের জন্য ভালো।

২. পান পাতা চিবোলে, মুখে যে লালা নিঃসৃত হয় তার এনজাইম খাবার হজম করতে সাহায্য করে।

৩. পান পাতা থেকে তেল বের করে তা পেটে মালিশ করলে গ্যাসট্রিক জুস ও ডাইজেস্টিভ অ্যাসিড নিঃসৃত হয়। যা খাবার হজম করে।

৪. বাচ্চাদের হজমের সমস্যা হলে, পান পাতা গরম জলে ফুটিয়ে নিয়ে সেই জল খাওয়ালে উপকার পাওয়া যায়।

৫. পান পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা শরীর থেকে ‘ফ্রি র‌্যাডিকেল’ বের করে দেয়।

৬. এক গ্লাস পানিতে পান পাতা ভিজিয়ে রাখুন সারা রাত। সকালে উঠে খালি পেটে খেয়ে নিন সেই পানি। বা, পান পাতাটা চিবিয়ে খেয়ে নিন।

৭. শরীরের পিএইচ ব্যালান্স ঠিক রাখতে সাহায্য করে পান পাতার রস। যা গ্যাস্ট্রিকের ব্যথা নিয়ন্ত্রণে থাকে।

৮. ভালো ফল পাওয়ার জন্য, খাবার খাওয়ার অন্তত ৩০ মিনিট পরে পান খাওয়া উচিত।

সূত্র : আরটিভি অনলাইন

Similar Posts

error: Content is protected !!