মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।
গোকুল সমাজ উন্নয়ন সংঘের পক্ষ থেকে বুধবার (১০ অক্টোবর ২০১৮) সকালে গোকুল উত্তরপাড়া গ্রামের আমিরুল ইসলামের অগ্নিদগ্ধ শিশুপুত্র রাহাদের (৭) চিকিৎসার জন্য আর্থিক অনুদান ও অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
সংগঠনের সভাপতি বলেন, সমাজের উন্নয়ন ও অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে গোকুল সমাজ উন্নয়ন সংঘ গঠিত। সেই প্রতিশ্রুতির আলোকেই সামর্থ্য অনুযায়ী নিরবে নিভৃতে আমরা আমাদের কর্মকাণ্ড পরিচালিত করছি। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে গোকুল সমাজ উন্নয়ন সংঘের পক্ষ থেকে গোকুল উত্তরপাড়া গ্রামের আমিরুল ইসলামের অগ্নিদগ্ধ শিশুপুত্র রাহাদের (৭) চিকিৎসার জন্য আর্থিক অনুদান ও অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন অত্র সংঘের সভাপতি নুরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, সদস্য মেহেদী হাসান জুয়েল, আশরাফুল ইসলাম, আবুল কালাম জয়, ইমান আলী রঞ্জু, তাজুল ইসলাম, জিয়া, সমাজসেবক শাহাজুল ইসলাম জুলাই, আশরাফ আলী প্রমুখ।
উল্লেখ্য গত চারদিন আগে শিশু রাহাদ অসাবধানতায় অগ্নিদগ্ধ হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।