ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ সফিউজ্জামান ভূইয়াকে বিদায় সংবর্ধনা প্রদান করেছে উপজেলার বিভিন্ন সংগঠন। ক্রেস্ট, সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত তিনি।
উপজেলা পাবলিক লাইব্রেরীর উদ্যোগে গতকাল বুধবার (১০ অক্টোবর ২০১৮) রাত ৮টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রথমে ইউএনও মোহাম্মদ সফিউজ্জামান ভূইয়ার পদোন্নতিজনিত বিদায় উপলক্ষ্যে সম্মাননা স্মারক তুলে দেন পাবলিক লাইব্রেরী। তারপর যথাক্রমে উপজেলা পরিষদ, উপজেলা মাধ্যমিক, প্রাথমিক, মাদরাসা শিক্ষক সমিতি, প্রেস ক্লাব, ধামইরহাট থানা, উপজেলা ক্রীড়া সংস্থা, অফিসার্স ক্লাব, ধামইরহাট বালিকা বিদ্যালয়, কেজি স্কুল, স্বেচ্ছাসেবী সংগঠন দেখাবো আলোর পথ, মানবসেবা, প্রাণের হাসি, ইউপি চেয়ারম্যানবৃন্দ, প্রকাশনা সংস্থা পালকি, প্রাথমিক স্কাউটসহ আরও অগণিত সংগঠন।
এ সময় উপজেলা আওয়ামীলীগ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, ওসি জাকিরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা ও পাগলা দেওয়ান ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সিনিয়র প্রভাষক আ.ন.ম আফজাল হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বদিউজ্জামান বকুল, মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান, প্রেস ক্লাব সভাপতি এম এ মালেক, সুশীল ব্যক্তিত্ব নুরন্নবী ফারুকী ডাবলুসহ রাজনৈতিক ও সকল পেশাজীবি সংগঠনসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।