নিজস্ব সংবাদদাতা।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি গণগ্রন্থাগার আয়োজিত লাল চা সাহিত্য আড্ডায় গত বুধবার (১০ অক্টোবর ২০১৮) কবিতা বিষয়ক মূল প্রবন্ধ “কবিতার সৃজন রহস্য” উপস্থাপন করেন কবি মহিবুর রহিম। প্রধান অতিথি ছিলেন সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, উপাধ্যক্ষ এ কে এম শিবলী, কবি রোকেয়া রহমান কেয়া, কবি আমির হোসেন, মানিক রতন শর্মা, রাশিদ উল্লাহ তুষার, লিটন হোসাইন জিহাদ, শাহজাদা জালাল প্রমুখ।
সভাপতিত্ব করেন মশিউর রহমান লিমন। অনুষ্ঠানে কবি মহিবুর রহিম বলেন, মানুষের ইতিহাস পড়ে দেখা গেছে মানুষ কখনোই কবিতাকে ত্যাগ করতে পারেনি। কোন উষরকাল, রক্তাক্ত যুগ, মহিমান্বিত সময় কবিতা বিমুক্ত নয়। পৃথিবীর কোন জাতিই কবিতাকে ত্যাগ করতে পারেনি। মানুষের যাত্রারম্ভ থেকে কবিতা মানুষের সঙ্গী হয়েছে, আজ অবধি মানুষের গভীর, নিগূঢ় জীবন চর্চায় কবিতার কোনো বিকল্প নেই।
তিনি আরো বলেন, কবিতাকে বলা হয় মননশিল্প। ভাব বা কল্পনার রসে জারিত হয়ে কবিতা প্রসূত হয়। কবিতার মূলসত্তা মনন সঞ্জাত বলেই কবিতার এতো আকর্ষণ।
মূল প্রবন্ধ নিয়ে আলোচনায় অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান বলেন, কবি, অধ্যাপক মহিবুর রহিম একটি পাণ্ডিত্যপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করেছেন। কবিতা সম্পর্কে সব ধরনের বিশ্লেষণ এ প্রবন্ধে উঠে এসেছে। এ ধরনের প্রবন্ধ যে কোনো জাতীয় সংকলনের মান বৃদ্ধি করতে পারে। তার এ প্রবন্ধ পাঠ্য সূচিতে স্থান লাভ করার মতো। তিনি জ্ঞানগর্ভ প্রবন্ধের জন্যে প্রবন্ধকারকে ধন্যবাদ জানান।
উপাধ্যক্ষ এ কে এম শিবলী বলেন, মহিবুর রহিমের প্রবন্ধে কবিতা সম্পর্কে প্রায় সব দিক উঠে এসেছে। এ ধরনের প্রবন্ধ সাহিত্যানুরাগীদের সমৃদ্ধ করবে।
প্রধান অতিথি কবি জয়দুল হোসেন বলেন, কবি মহিবুর রহিমের প্রবন্ধটি অত্যন্ত সুলিখিত হয়েছে। কবিতা সম্পর্কে সব রকম সংজ্ঞা, ধারণা এ আলোচনায় উঠে এসেছে। জাতীয় পর্যায়ের যে কোন সংকলনে এ ধরনের প্রবন্ধ প্রকাশিত হতে পারে। তিনি প্রবন্ধকারকে একটি সুলিখিত প্রবন্ধ পাঠের জন্যে আন্তরিক ধন্যবাদ জানান।
সভাপতির আলোচনায় মশিউর রহমান লিমন বলেন, অধ্যাপক মহিবুর রহিম পঠিত প্রবন্ধটি মনোযোগ দিয়ে শুনেছি। নিঃসন্দেহে এটি একটি সুলিখিত প্রবন্ধ। এ ধরনের প্রবন্ধ সাহিত্যমনা যারা তাদের জন্যে খুবই প্রয়োজন। আমরা আমাদের প্রস্তাবিত সংকলনে এটি প্রকাশ করব। প্রবন্ধটির লেখককে আন্তরিক ধন্যবাদ। লাল চা আড্ডায় ভবিষ্যতে আরো এ ধরনের প্রবন্ধ উপস্থাপিত হবে। এ আড্ডায় লেখক পাঠকের সম্মিলন ঘটবে এই আমাদের প্রত্যাশা। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন কবি ও কথাসাহিত্যিক আমির হোসেন।