বাজিতপুরের সাবেক পৌর মেয়রের মায়ের ইন্তেকাল

আমাদের নিকলী ডেস্ক ।।

বাজিতপুর পৌরসভার সাবেক মেয়র এহেসান কুফিয়া’র মাতা এবং পৌরসভার চারবারের চেয়ারম্যান প্রয়াত আব্দুল্লাহ বোরহান কুফিয়া পিনু মিয়ার স্ত্রী বিশিষ্ট সমাজসেবী রাবিয়া আক্তার কুফিয়া (৭৭) ইন্তেকাল করেছেন। ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার (১৩ অক্টোবর ২০১৮) দুপুর পৌনে ১টার দিকে তিনি রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি চার ছেলে, ছয় মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ এশা পৌর সদরের পশ্চিম বাজিতপুর এলাকার নিজবাড়ি প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হবে।

তাঁর মৃত্যুতে জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

সূত্র : কিশোরগঞ্জ নিউজ, ১৩ অক্টোবর ২০১৮

Similar Posts

error: Content is protected !!