“সন্তানদের সুশিক্ষিত করতে মায়েদের ভূমিকা অপরিসীম”

মাহমুদ আল আজাদ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি ।।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল মাহমুদ এমপি বলেছেন, শিক্ষা ছাড়া কোনো সমাজ এগিয়ে যেতে পারে না। আর সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে মায়েদের ভূমিকা অপরিসীম। এক সময় দেশের মানুষ ডিজিটাল ব্যবস্থা কি জিনিস তা বুঝতেন না। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ২০০৮ সালের নির্বাচনী ইশতিহারে যখন ডিজিটাল প্রযুক্তির কথা বলেছেন তখন মানুষ এই ব্যবস্থাকে হাস্যরস করতেন। তিনি ২০২১ সালে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার স্বপ্ন নিয়ে কাজ করেছেন বলে দেশ আজ উন্নয়নের মহা সড়কে। প্রধানমন্ত্রীর অগ্রযাত্রার প্রধান সহায়ক শক্তি যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন। প্রধানমন্ত্রীর এ লক্ষ্য ও উদ্দেশ্য সফল করতে হাটহাজারীতে ইতিমধ্যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ৩৩টি ভবন নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। এরই ধারাবাহিকতায় গড়দুয়ারার ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ৪ তলাবিশিষ্ট ১২টি শ্রেণিকক্ষ বিশিষ্ট একাডেমিক ভবন নির্মিত হবে।

তিনি শনিবার (১৩ অক্টোবর ২০১৮) বিকালে ড. শহীদুল্লাহ একাডেমীর একাডেমিক ভবন ও মা সমাবেশে বক্তব্য দানকালে উল্লেখিত অভিমত ব্যক্ত করেন। তিনি উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ের বিভিন্ন চিত্র তুলে ধরেন। তিনি বলেন, লেখাপড়ার কোনো বিকল্প নেই। ভালো জ্ঞানের অধিকারী হতে পারলে কোনো শিক্ষার্থীকে আর পিছনে ফিরে তাকাতে হবে না বলেও উল্লেখ করেন।

বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোঃ নুরুল আবছার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, চট্টগ্রাম জোনের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জালাল উদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রুহুল আমীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিউল আজম।

সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৭ম শ্রেণির শিক্ষার্থী মোঃ সাইফুল ইসলাম তানিম। অনুষ্ঠানে মন্ত্রীকে নিয়ে কবিতা আবৃত্তি করেন অষ্টম শ্রেণির ছাত্রী আরজু মনি। বিদ্যালয়ের শিক্ষক এ, জে নওয়াজ তালুকদার ও কাকলী ঘোষ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গড়দুয়ারা ইউপির বর্তমান ও সাবেক চেয়ারম্যান যথাক্রমে সরোয়ার মোর্শেদ তালুকদার, আলহাজ্ব মোঃ ইলিয়াছ তালুকদার, অ্যাডভোকেট সৈয়দ ফোরকান আহম্মদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সৈয়দ নুরুল আবছার, ফরিদ আহমদ মফিজুর রহমান চৌধুরী, মোঃ ইলিয়াছ চৌধুরী, প্রাক্তন ছাত্র তরিকুল আলম তুহিন, মোহাম্মদ একরাম ও নবম শ্রেণির শিক্ষার্থী শারমিন ফেরদৌস প্রমুখ। প্রধান অতিথি ও অতিথিবৃন্দ একাডেমিক ভবন এর ভিত্তি প্রস্তর স্থাপন শেষে মোনাজাত করেন। পূর্বাহ্নে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে দুর্যোগের ব্যাপারে উপস্থিত এলাকাবাসীকে সচেতন করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হাটহাজারীর কর্মীরা মহড়া প্রদর্শন করেন।

Similar Posts

error: Content is protected !!