মরণোত্তর চক্ষু দান করবেন চিত্রনায়ক শুভ

আমাদের নিকলী ডেস্ক ।।

চক্ষু দান করতে যাচ্ছেন চিত্রনায়ক আরিফিন শুভ। তবে সেটা এখনই না; মৃত্যুর পর। অর্থাৎ মরণোত্তর চক্ষু দান করবেন এ অভিনেতা। নিজের চোখ দিয়ে অন্য কাউকে পৃথিবী দেখাতে চান তিনি।

শুভ বলেন, ‘মৃত্যুর পর আমাদের শরীরটারই প্রয়োজন নেই। কিন্তু সেটা অন্য একজন মানুষের জীবন বদলে দিতে পারে। এজন্য মৃত্যুর পর আমার চোখ দান করার সিদ্ধান্ত নিয়েছি। যদি আমার দ্বারা একজন মানুষ এ সুন্দর পৃথিবী দেখতে পান তাহলে এর থেকে বড় আনন্দের বিষয় কি হতে পারে?’

তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই আমার ইচ্ছা ছিল চোখ দান করার। যখন স্কুলে পড়ি তখন থেকে আমি চেয়েছি আমার চোখ দিয়ে যেন কেউ একজন পৃথিবীর আলো দেখতে পায়। তাই আমি অন্যকে পৃথিবী দেখাতে নিজের চোখ মরণোত্তর দান করবই ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশে নিজের অঙ্গদানের প্রথা হয়তো সেভাবে নেই। শিগগিরই এ বিষয়ে খোঁজ নিয়ে ঠিক করে রাখব, যাতে আমার মৃত্যুর পর কেউ একজন আমার চোখ ব্যবহার করতে পারেন।’

সূত্র : জাগো বাংলা, ১০ অক্টোবর ২০১৮

Similar Posts

error: Content is protected !!