ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে প্রাথমিক বিদ্যালয়ে ২০১৮ সালের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন পলাশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রেজিনা ইয়াসমিন। তিনি ১৯৯৫ সালে চাকুরিতে যোগদান করেন। ২০০৭ সালে তিনি প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পেয়ে নিরলস প্রচেষ্টা চালান মানসম্মত শিক্ষার পরিবেশ সৃষ্টিতে।
২০১৮ সালে তিনি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। উপজেলা শিক্ষা অফিসার গোলাম মোস্তফা জানান, মাধ্যমিকের পাশাপাশি ধামইরহাট প্রাথমিক শিক্ষা দপ্তরের বাৎসরিক দক্ষতা ও পাঠদান মূল্যায়ন ক্যাটাগরিতে তিনি শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন।