২০ অক্টোবর মহাসমাবেশে পার্টির নির্বাচনী নীতিমালা ঘোষণা করবেন এরশাদ

আমাদের নিকলী ডেস্ক ।।

আগামী ২০ অক্টোবর (শনিবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশে দলীয় নির্বাচনী নীতিমালা ঘোষণা করা হবে। আজ রোববার (১৪ অক্টোবর ২০১৮) এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এই নীতিমালা ঘোষণা করার কথা জানান।

বিবৃতিতে মহাসমাবেশ সফল করার জন্য পার্টির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে এরশাদ বলেন, জাতীয় পার্টি এখন নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। পার্টির নির্দেশনা নিয়ে সর্বস্তরের নেতাকর্মীদের মহাসমাবেশের পর দেশব্যাপী কাজ শুরু করতে হবে।

বিবৃতিতে এরশাদ বলেন, গণতান্ত্রিক শাসন বহাল রাখা এবং দেশে সর্বসাধারণের কাছে গ্রহণযোগ্য একটি জনপ্রিয় সরকার প্রতিষ্ঠার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। জাতীয় পার্টি এখন নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করছে।

এদিকে আজ সকালে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে ২০ অক্টোবর সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশ উপলক্ষে পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার সংবাদ সম্মেলনে বলেছেন, মহাসমাবেশে নির্বাচন ও জোট গঠনসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন পার্টির চেয়ারম্যান এরশাদ। তিনি ২০ অক্টোবরের মহাসমাবেশ সফল করতে সম্মিলিত জাতীয় জোটের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। বাসস

Similar Posts

error: Content is protected !!