লাখাইয়ে ৬৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে

মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।

আজই বেজে উঠবে ঢাক ডোল আর কাঁসার শব্দ। উৎসবের আনন্দে শুরু হবে সনাতন ধর্মবলম্বীদের সবটেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজাকে কেন্দ্র করে সারাদেশের ন্যায় লাখাইয়ে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বইছে আনন্দের জোয়ার। মণ্ডপগুলো সেজেছে বর্ণিল সাজে।

ইতিমধ্যে সম্পন্ন হয়েছে ব্যাপক প্রস্তুতির। উপজেলায় এ বছর মোট ৬৫টি মণ্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা।

শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে লাখাই উপজেলা প্রশাসন সহ থানা প্রসাশন নিয়েছে বিস্তারিত পদক্ষেপ। পূজায় যাতে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক তাকে সেই লক্ষে প্রতিটি পূজা মণ্ডপে থাকবে প্রয়োজনসংখ্যক পুলিশ সদস্য ও আনসার বাহিনী।

লাখাই থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি এবং লাখাই উপজেলা হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের দায়িত্বশীলদের সাথে এ প্রতিনিধির আলাপকালে শান্তিপূর্ণ পূজা উদযাপন হবে আশা প্রকাশ করে তারা জানান, এবছর উপজেলা জুড়ে ৬৫ পূজা মণ্ডপে উদযাপিত হবে।

এদিকে পূজা উপলক্ষে হবিগঞ্জ-লাখাই নির্বাচনী এলাকার সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি সরকারি ও তার ব্যক্তিগত তহবিল থেকে ইতিমধ্যে প্রতিটি পূজা মণ্ডপে নগদ অর্থ ও চাল তুলে দিয়েছেন।

Similar Posts

error: Content is protected !!