উন্নয়ন চাইলে নৌকায় ভোট দিন : হুইপ শহীদুজ্জামান সরকার

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

ধামইরহাটে সোমবার (১৫ অক্টোবর ২০১৮) বিকেলে রঘুনাথপুর কামিল মাদ্রাসা ময়দানে আলমপুর ইউনিয়ন আওয়ামীলীগের ডাকে জনসভায় প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার বলেন, “দেশের প্রত্যেকটি মানুষ বর্তমান সরকারের উন্নয়নের সুফল ভোগ করছেন। আরো উন্নয়ন চাইলে নৌকায় ভোট দিন”।

এর আগে আলমপুর ইউনিয়ন ভূমি অফিসের ফলক উন্মোচন ও বিকেল ৫টায় তিনি মাদ্রাসায় নির্মিত ৪তলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন। তিনি বর্তমান সরকারের রাস্তা, সেতু, বিদ্যুৎ, স্কুল-কলেজ, বিভিন্ন ইনস্টিটিউট, ১০ টাকা কেজি চাল, দরিদ্রদের বিভিন্ন ভাতাসহ উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে জনতার নিকট বিচারের ভার দেন এবং বলেন “নৌকা ব্যতীত দেশের উন্নয়ন সম্ভব নয়।”

আলমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান হোসেন, সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ শহীদুল ইসলাম, কৃষকলীগ সভাপতি ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান, যুবলীগ সাধারণ সম্পাদক সোহেল রানা, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাবুবুর রহমান, ছাত্রলীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ আরো নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

Similar Posts

error: Content is protected !!