ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ অক্টোবর ২০১৮) সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ধামইরহাটের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও ইস্পাহানী এগ্রো লিমিটেডের সহযোগিতায় এ উপলক্ষে উপজেলা সদরে বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালী শেষে উপজেলা অডিটোরিয়ামে নবাগত উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. মঈন উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেলিম রেজা, থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রাক্তন অধ্যক্ষ শহীদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, কৃষিবিদ আসাদুজ্জামান, অফিসার ইনচার্জ (তদন্ত) মাহবুব আলম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলেফ উদ্দিন প্রমুখ।