সংবাদদাতা ।।
জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা রোববার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। নিকলী জি সি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও ৩টি ভেনুতে উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশগ্রহণ করে। নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুব আলম পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। জেএসসি পরীক্ষা কেন্দ্র সচিব দেলোয়ার হোসেন জানান, আজ মোট ১৫৬৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। বিভিন্ন কারণে অনুপস্থিত রয়েছে ৪১ জন।