পড়ার টেবিল

পড়ার টেবিল

জিন্নিউন হক জীবা ।।

 

জানলার ধারে পূর্ব পাশে
কোণার দিকের দেয়াল ঘেঁষে
আমার একটা পড়ার টেবিল আছে
পড়ার সময় সঙ্গী সে মোর
নানান রকম সুখ দুঃখের
কতসব স্মৃতি লুকিয়ে তার মাঝে
কত হাসি কত কান্না ভয়
কত ব্যথা কত জয় পরাজয়
ওই ছোট্ট টেবিলখানায় বন্দী
শিশুমনের কত শত কল্পনা
হৃদয় গহীনে কত আল্পনা
শৈশবের কত দুষ্টুমিভরা ফন্দি
কত ঈদ পূজা, কত স্কুল ছুটি
ভাইয়ের সঙ্গে কত খুনসুটি
জমিয়ে রেখেছি এই টেবিলের মাঝে
বাবা-মা’র স্নেহ শাসনে ভরা
কত স্মৃতি দিয়ে তিলে তিলে গড়া
আমার একটি পড়ার টেবিল আছে।

জিন্নিউন হক জীবা : অষ্টম শ্রেণী, আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজ, বাজিতপুর, কিশোরগঞ্জ।
মাতা- নাছিমা আক্তার দিবা। বাবা- জহিরুল হক (রিমান)
বাড়ি- নিকলী পূর্বগ্রাম (হেলিম ভূঁইয়াবাড়ি), নিকলী, কিশোরগঞ্জ।

Similar Posts

error: Content is protected !!