শেষ মুহূর্তের গোলে আর্জেন্টিনাকে হারালো ব্রাজিল

আমাদের নিকলী ডেস্ক ।।

তুমুল আক্রমণ-পাল্টা আক্রমণের পরও খেলার নির্ধারিত সময় শেষে যখন স্কোরবোর্ড খালি, তখন অনেকেরই হয়তো প্রতিবেদন লেখা শুরু হচ্ছিল ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ গোলশূন্য ড্র, এমন কিছু দিয়ে। কিন্তু আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসি হয়তো মাঠে নেই, ব্রাজিলের হয়ে তো মাঠে আছেন নেইমার। শেষ মিনিট পর্যন্তও কি কিছু আন্দাজ করা ঠিক? ঠিক নয়।

নেইমার সেটাই যেন বোঝালেন। ম্যাচের অতিরিক্ত সময়ে কর্নার কিক থেকে তার বাড়িয়ে দেওয়া বল দুর্দান্ত হেডে আর্জেন্টিনার জালে জড়িয়ে দিলেন মিরানডা। সাম্বার দেশের সমর্থকরা মেতে উঠলেন বিজয়োল্লাসে। উত্তেজনায় ঠাসা ম্যাচে এই গোলের সুবাদেই জয় তুলে নিলো তিতের শিষ্যরা।

নেইমারের এই কর্নার কিক থেকেই মিরানডার মাথা ছুঁয়ে জয়সূচক গোল আসে ব্রাজিলের

https://www.youtube.com/watch?v=Bp07syom2cE

Similar Posts

error: Content is protected !!