লাখাইয়ে ৬৫টি মণ্ডপে উদযাপিত হচ্ছে দুর্গাপূজা

মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।

দেবীর বোধনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে হবিগঞ্জের লাখাই উপজেলার ৬টি ইউনিয়নের ৬৫টি পূজামণ্ডপে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তর সার্বজনীন শারদীয় দুর্গোৎসব। পূজা উপলক্ষে প্রত্যেক মণ্ডপ সেজেছে রঙ্গিন আলোর ঝলকানীতে বর্ণীল সাজে। এলাকা জুড়ে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ।

গতকাল মঙ্গলবার (১৬ অক্টোবর ২০১৮) রাত ১১টা পর্যন্ত স্থানীয় নেতাকর্মীদের নিয়ে লাখাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন করেন হবিগঞ্জ সদর লাখাই ও সায়েস্থাগঞ্জ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি।

পরিদর্শনকালে প্রতিটি মণ্ডপের পূজারীর সাথে কুশল বিনিময় করেন ও তাদের সকল সুবিধা নিশ্চিতের ব্যাপারে কথা বলেন এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করেন।

এসময় প্রতিটি পূজামণ্ডপে আর্থিক অনুদান ও চাল প্রদানের মাধ্যমে সহায়তা করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন পূজারীবৃন্দ।

পরিদর্শনকালে অন্যান্যের মাধ্যে সাথে ছিলেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও স্থানীয় নেতৃবৃন্দ।

Similar Posts

error: Content is protected !!