লাহিড়ীপাড়া মসজিদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।

বগুড়া সদরের লাহিড়ীপাড়া ভবানীগঞ্জ হাইস্কুল মাঠে লাহিড়ীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত। মঙ্গলবার (১৬ অক্টোবর ২০১৮) রাতে লাহিড়ীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের সদস্য মাফুজুল ইসলাম রাজ।

প্রাধান বক্তা হিসাবে তাফসির পেশ করেন বাংলা ভিশন টিভি চ্যানেলের ইসলামী আলোচক মাওলানা আব্দুল্লাহ আল-আমীন, ২য় বক্তা মাফুজুর রহমান (এমএ তাফসির) অধ্যক্ষ আল-রাহী একাডেমী।

সার্বিক তত্ত্বাবধানে সাবেক চেয়ারম্যান জুলফিকা আবু নাছের ইঞ্জিনিয়ার (আপেল মাহমুদ), বরেণ্য অতিথি মাফতুন আহম্মেদ চেয়ারম্যান লাহিড়ীপাড়া ইউপি। পৃষ্ঠপোষক লাহিড়ীপাড়া ইউপি সদস্য আল-আমিন, আহ্বানে অত্র মসজিদের সভাপতি নূরে আলম, আয়োজনে সেক্রেটারী রফিকুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক আব্দুল বারী বাবু, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজহারুল হান্নান রিপু, জহুরুল ইসলাম উজ্জ্বল, আলহাজ্ব সিরাজুল ইসলাম, ইমরান হোসেন, আবু বক্কর সিদ্দিক, সাদেকুল ইসলাম, ফারুক হোসেনসহ হাজার হাজার আলেমে দ্বীন, এলাকার ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ ও মা-বোনেরা। বুধবার সকালে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

Similar Posts

error: Content is protected !!