মাহমুদ আল আজাদ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি ।।
হাটহাজারীতে টয়লেটের ট্যাংক থেকে নিখোঁজ কলি আকতার (১৭) নামে এক কিশোরীর গলিত লাশ উদ্ধার করা হয়। বুধবার (১৭ অক্টোবর ২০১৮) বিকালে তার লাশ উদ্ধার করে মডেল থানা পুলিশ। নিহত কলি মির্জাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খিল্লা পাড়া তুয়ান বাপের বাড়ির ছোট্টু মিয়ার মেয়ে। এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে, যার নাম্বার ২৫।
থানা সূত্রে জানা যায়, বুধবার উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মুহুরী হাটের পশ্চিমে দানু মিয়া কোম্পানীর ইটভাটার চারপাশে দুর্গন্ধ অনুভূত হয়। এ সময় জনতা ইটভাটার টয়লেটের ট্যাংকের উপরের ঢাকনা খুললে একটি গলিত মৃত দেহ দেখতে পেয়ে থানা পুলিশকে অবহিত করে। এমন খবর পেয়ে সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম, মডেল থানার ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীরসহ পুলিশ ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। কিশোরীর গলিত লাশের সুরতহাল নির্ণয়ের পর ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করার পর অভিযুক্ত বখাটে মিঠুকে আটক করে পুলিশ।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, একই ইউনিয়নের নোয়াপাড়ার সন্দ্বীপ কলোনীর মো. নাছিরের ছেলে তিন সন্তানের জনক নজরুল প্রকাশ মিঠু নামে এই বখাটে কিশোরী কলি আক্তারকে প্রেমের এবং বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু সে বিবাহিত হওয়ার কারণে নিহত কলি তার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় হয়তো গত ১৩ অক্টোবর (শনিবার) সন্ধ্যা ৭টার দিকে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত বখাটে মিঠুর ফাঁসির দাবি করেন তারা।
মডেল থানার ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং এই কিশোরী পরিবার থেকে নিখোঁজ হয়েছে এমন একটি জিডি করেছিলেন। জিডি নম্বর-৮৪৬/১৮। তবে লাশ উদ্ধারের পর পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়েছে। এবং আটককৃত বখাটে মিঠুকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। রহস্য বের করতে পুলিশ তদন্ত কাজ চালাচ্ছে বলেও জানান তিনি।