মা’আরিফুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসা’র উদ্বোধন ও ছবক অনুষ্ঠান সম্পন্ন

মাহমুদ আল আজাদ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি ।।

হাটহাজারীতে মা’আরিফুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসার উদ্বোধন ও ছবক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৯ অক্টোবর ২০১৮) বিকাল তিনটার দিকে মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার পরিচালক সাংবাদিক হাফেজ মাহমুদ আল আজাদের সঞ্চালনায় উদ্বোধন ও ছবক প্রদান করেন হাটহাজারী মাদরাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা আহমদ দিদার সাহেব। ছবক প্রদানের আগে সংক্ষিপ্ত বয়ান করেন চারিয়া মাদরাসার শাইখুল হাদিস মুফতি খলিলুর রহমান কাশেমী সাহেব।

এসময় বক্তারা মাদরাসার সফলতা কামনাসহ আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষে কোমলমতি ছাত্রদের পবিত্র কুরআনুল কারীমকে বুকের মধ্যে হিফজ করে রাখতে গুরুত্বারোপ করেন। এসময় আরো বলেন, দ্বীনি ইলম ত্বলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আজ মুসলমান জাতি সর্বশ্রেষ্ঠ সম্মানি শেষ নবীর উম্মত হিসেবে। তাই ইহকাল ও পরকালের শান্তির জন্য এই কুরআনকে বুকে ধারণ করে ছড়িয়ে দিতে হবে বিশ্বময়।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্তিত ছিলেন, মাদরাসার সহকারী পরিচালক হাফেজ মাওলানা মোজাম্মেল হক, আব্বাছিয়ারপুল বাইতুল ক্বোবা জামে মসজিদের খতিব মুফতি রাশেদুল ইসলাম, মাওলানা আবদুল হক, বাইতুস সালাম জামে মসজিদের খতিব মাওলানা ইবরাহিম, মাদরাসার সহকারী পরিচালক সাংবাদিক আসলাম পারভেজ, মাদরাসার সহকারী পরিচালক সাংবাদিক আলাউদ্দিন ও মোঃ মোরশেদুল আলম শাকিল, মোঃ সিরাজ মোঃ মানিক প্রমুখ।

পরে দেশ ও মাদরাসার জন্য দোয়া, মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Similar Posts

error: Content is protected !!