নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ ।।
পুত্রশোকে কাতর নারায়ণগঞ্জ নগর বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক ও ১১নং ওয়ার্ড যুবদলের সভাপতি সারোয়ার মুজাহিদ মুকুলকে সমবেদনা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল।
শুক্রবার (১৯ অক্টোবর ২০১৮) সকাল ৯টায় সারোয়ার মুজাহিদ মুকুলের শহরের খানপুরস্থ বাসভবনে উপস্থিত হয়ে এটিএম কামাল তাকে এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে গভীর সমবেদনা জানিয়ে বলেন, মানুষের জীবনে আপনজন হারানো হলো সবচেয়ে বড় দুঃসময়। আর আপনজনদের মধ্যে বাবার কাঁধে সন্তানের লাশ সবচেয়ে বেদনাদায়ক। আমি দোয়া করি মহান রাব্বুল-আলামিন যেন আদনানকে জান্নাতবাসী করেন ও মুকুলসহ তার পরিবারকে এই শোক সহ্য করার ক্ষমতা দেন।
উল্লেখ্য, মহানগর বিএনপি নেতা সারোয়ার মুজাহিদ মুকুলের ছেলে নারায়ণগঞ্জ আইইটি সরকারি হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র আদনান সারোয়ার বুধবার (২৫ এপ্রিল ২০১৮) বন্ধুদের সাথে কাইকারটেক এলাকায় যায়, পরে এলাকাবাসী তার লাশ ব্রহ্মপুত্র নদ হতে উদ্ধার করে তার বাড়িতে খবর দেয়। সে সময় এটিএম কামাল তার চিকিৎসার জন্য আমেরিকায় অবস্থান করছিলেন।