আমাদের নিকলী ডেস্ক ।।
জাতীয় ঐক্যফ্রন্ট লিয়াজোঁ কমিটি এবং সমন্বয় ও স্টিয়ারিং কমিটি গঠনের পর এবার জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট গঠন করা হয়েছে। গণতন্ত্র, স্বাধীন বিচার ব্যবস্থা, আইনের শাসন ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে “জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট” নামের এ সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছে। শনিবার (২০ অক্টোবর ২০১৮) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাকক্ষে এক সভার মাধ্যমে এ ফ্রন্ট গঠন করা হয়।
এতে সুপ্রিম কোট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীনকে আহ্বায়ক ও সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে সদস্য সচিব করে ৩০১ সদস্যবিশিষ্ট একটি কার্যকরী কমিটিও গঠন করা হয়েছে। এছাড়া নীতি নির্ধারণের জন্য গঠন করা হয়েছে ১৯ সদস্যের স্টিয়ারিং কমিটি। ১৯ জন ছাড়াও আহ্বায়ক ও সদস্য সচিব পদাধিকার বলে এ কমিটির সদস্য থাকবেন।
এছাড়া, জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটিতে রয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট গরীব নেওয়াজ মোহাম্মদ, অ্যাডভোকেট কে. এম. জাবির, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, অ্যাডভোকেট মো. সানাউল্লাহ মিয়া, অ্যাডভোকেট মো. মাসুদ আহমেদ তালুকদার, অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, অ্যাডভোকেট গোলাম মোস্তফা খান, অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, অ্যাডভোকেট সৈয়দ মাহবুব হোসেন, অ্যাডভোকেট মুহম্মদ শফিউদ্দিন ভূঁইয়া, অ্যাডভোকেট ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ, অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল, অ্যাডভোকেট রকিব উদ্দিন, অ্যাডভোকেট আলহাজ্ব মো. মুনসুর রহমান, অ্যাডভোকেট মো. ইউসুফ আলী, অ্যাডভোকেট আজাদ মাহবুব। এই কমিটি আগামী ২৫শে অক্টোবর প্রথম সভা করবে।
জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের আইনজীবীরা ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেছেন। সারা বাংলাদেশে প্রত্যেকটি আইনজীবী সমিতিতে আইনজীবী সংগঠন ও নেতৃবৃন্দের সমন্বয়ে গণতন্ত্র, আইনের শাসন, স্বাধীন বিচার ব্যবস্থা ও ভোটাধিকার ব্যবস্থার লক্ষ্যে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট নামে কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট।
সূত্র : মানবজমিন, ২০ অক্টোবর ২০১৮