নিমন্ত্রণ

নিমন্ত্রণ

কামরুন নাহার

 

অসময়ে তপোবনে করেছিলে নিমন্ত্রণ,
বলেছিলে কাটিয়ে যেও সময় কিছুক্ষণ।
ভুলিনি তো সে কথা, আজ তাই এসেছি
তোমার দোরের পাশে বৃক্ষ তলে বসেছি।
জীর্ণতা নিয়ে দাঁড়িয়ে ঘরখানি দেখি শূন্য
আগাছা পরগাছা জন্মে গড়ে উঠেছে অরণ্য।
তবে কি করেছি আমি আসতে অনেক দেরি?
তবে কি অসময়ে বেয়ে চলেছি খণ্ড তরী?
কেন আর একবার বললে না জোর অধিকার নিয়ে
এসো তাড়াতাড়ি.. সময় যেন না যায় ফুরিয়ে!
বুকের মাঝে নিঃশ্বাস কেন আটকে আসে আজ
বারবার যেন পড়ছে বুকে আকুতির অজস্র বাজ।
কোন মুখে আজ কার কাছে চাইব ক্ষমা!
কোথায় কোন অজানা দেশে অশ্রু রাখব জমা?
আকাশ ঢেকে ঘন মেঘে আর আঁধার করে ভুবন
সাজিয়েছ কি সুখে বন্ধু পরপারের অনন্ত জীবন?
ফাঁকি দিয়ে গেলে তুমি রেখে গেলে অনুতাপ,
মিলে না তো আজ আর যোগ বিয়োগের হিসাব।
আবার যদি আসতো ফিরে সোনালি সেই দিন,
শুধিতে পারতাম অতীতের রেখে যাওয়া যত ঋণ।
আগের মত করলে আবার আমায় নিমন্ত্রণ
আর করব না দেরি বন্ধু, করিও আয়োজন।
জানি আর চাইলেও সময় আসবে না ফিরে,
ফিরে যে গেছ বিধাতার অনন্ত অসীম নীড়ে।
বৃথা যেন না যায় তরী বেয়ে আসা নিঃস্ব আবাসনে,
আবার অসীমে মিলতে চাই বন্ধু তোমার নিমন্ত্রণে।

Similar Posts

error: Content is protected !!