ধামইরহাটে নিরাপদ সড়ক দিবস পালিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

ধামইরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। ‘আইন মেনে চলবো-নিরাপদ সড়ক গড়বো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিশাল র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঈন উদ্দিন, ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, ধামইরহাট সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও উপজেলা আওয়ামীলীগ সম্পাদক শহীদুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আতাউর রহমান, কৃষি কর্মকর্তা সেলিম রেজা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, ওসি (তদন্ত) মাহবুব আলম, ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসান, সঞ্চালক দেখাবো আলোর পথের সভাপতি মেহেদী হাসান প্রমুখ।

Similar Posts

error: Content is protected !!