মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।
“নিজের নিরাপত্তা সর্বাগ্রে ও নিরাপদ সড়ক নিশ্চিতকরণ আমাদের দায়িত্ব” স্লোগানকে সামনে রেখে র্যালি ও মানববন্ধন করেছে লাখাই উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্কাউটস লাখাই।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, প্রধান শিক্ষক, প্রসাশনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত র্যালির অগ্রভাগে ছিলেন লাখাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওবায়দুর রহমান।
র্যালিটি উপজেলার হবিগঞ্জ লাখাই আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে এবং হবিগঞ্জ লাখাই সড়কে মানববন্ধন করে। এসময় অংশগ্রহণকারীরা নিরাপদ সড়ক নিশ্চিতকরণের লক্ষে স্ব-স্ব অবস্থান থেকে সচেতনতার প্রয়াস চালানোর অঙ্গীকার করেন।