ঢাবি ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা আবার নেয়া হবে

আমাদের নিকলী ডেস্ক ।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি ) ৯ ২০১৮-’১৯ শিক্ষাবর্ষে ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের পরীক্ষা পুনরায় গ্রহণ করা হবে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (২৩ অক্টোবর ২০১৮) এ কথা জানানো হয়।

এতে জানানো হয়, মঙ্গলবার উপাচার্য অফিসসংলগ্ন লাউঞ্জে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিনস্ কমিটির জারুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

ঘ-ইউনিট ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী ও যুগ্ম-সমন্বয়কারী ডিনবৃন্দ যথা শিগগির পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণ করবেন এবং যথাসময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট ও গণমাধ্যমে তা প্রকাশ করা হবে। বাসস

Similar Posts

error: Content is protected !!