নিজস্ব প্রতিনিধি ।।
নিকলী সদরের তরুণদের নিয়ে গঠিত পুরনো সামাজিক সংগঠন শহীদ বারিক স্মৃতি সংসদের কমিটি ও নতুন রূপে সংগঠনের অফিস উদ্বোধন করা হয়েছে সোমবার (২২ অক্টোবর ২০১৮)। এতে আশিকুর রহমান সোহাগকে সভাপতি ও ইমরান হোসেন আলমগীরকে সাধারণ সম্পাদক করা হয়।
নিকলী সদরের এক সময়কার তরুণ সমাজের প্রতিনিধিত্বকারী সংগঠন শহীদ বারিক স্মৃতি সংগঠনকে নতুন রূপে সাজিয়ে তুলতে গত সোমবার নিকলী নতুন বাজারে সংগঠনের একটি অফিস উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আশরাফ উদ্দিন আসাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগ নেতা শাহ আল-আমিন।
প্রধান অতিথির বক্তব্যে আশরাফ উদ্দিন বলেন, নিকলীর যুব ও ছাত্রসমাজ আজ নেশায় নিমজ্জিত। এই সংগঠনের উদ্যোগে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় কিশোর ও তরুণ সমাজকে আলোর পথ দেখাবে। নিকলীর সুন্দর অতীতের ভাবমূর্তি ফিরিয়ে আনতে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।
উল্লেখ্য, আশিকুর রহমান সোহাগকে সভাপতি ও ইমরান হোসেন আলমগীরকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে উপস্থিত সকলকে অবহিত করা হয়।