আমার ঠিকানা

আমার ঠিকানা

কামরুন নাহার

 

মেঘেদের আনাগোনা আকাশে ভরপুর ছিল সেদিন
সেদিন রাস্তায় কোলাহল ছিলনা অন্যদিনের মত
সেদিন ফাঁকা রাস্তায় পথ চলতে চলতে হঠাৎ ….
তোমাকে দোষ দেইনা দোষ হয়ত আমারই
আবোল তাবোল ভাবতে ভাবতে বেখেয়ালি মন
পথের মাঝ দিয়ে হাঁটতে হাঁটতে চোখ ঝাপসা হয়ে গেছিলো,
মন আমায় ছেড়ে বন, নদী পেরিয়ে হয়ত সমুদ্রের
স্রোতের টানে হারিয়ে গিয়েছিল বহুদূর!
অতীতের স্মৃতি র পাতা খুলে কেন যে বসেছিলাম সেদিন
কেন যে মন ছুটাছুটি করছিল! হয়ত এমন অঘটন ঘটবে বলে!
ঘাতক সে সাধারণ পরিবহনের তলায় আমার হাত ছেড়ে
আমাকে ঠেলে কেন তুমি নিজেকে বিছিয়ে দিলে?
কেন একটু ভাবলেনা পৃথিবীতে তুমি ছাড়া এ হাত ধরার কেউ নেই!
তুমি ত ভাল করেই জানতে আমার সুখ কতটুকু আর দুঃখ কতখানি।
কেন ভাবলেনা তোমাকে ছাড়া আমি পথ চলতে পারিনা
মেঘের গর্জন শুনে তোমাকে বলেছিলাম
বিদ্যুৎ চমকানোর আলো ত আমি দেখব না
আমাকে জড়িয়ে ধরে রেখ কিন্ত,
জানি নিশ্চুপ হয়ে নিশ্চয়ই আমার মুখপানে চেয়েছিলে
সুন্নতি হাসিতে হয়ত তোমার মনে স্বপ্ন জেগেছিল
আমার বেখেয়ালি মন ভাবনায় ডুবে যাওয়ার আর সময় পেল না!
কেড়ে নিল আমার স্বপ্ন, সুখ পথের সাথীকে!
কেমন করে আমি তোমার নিথর দেহ বয়ে নেব?
কেমন করে অন্ধকারে আমি ফিরে যাবো?
না যাব না অন্য কোথাও!
অপেক্ষা করব, হ্যাঁ আমি অপেক্ষা করব
আরেকটি মেঘলা আকাশের,
আরেকটি নীরব শহরের রাস্তায় দাড়িয়ে থাকব
অপেক্ষা করব – আরেকটি সাধারণ পরিবহনের!
তোমাকে দেওয়া আমার কথা আমি রাখব।
তুমি যেখানে, আমার ঠিকানা তো সেটাই!

Similar Posts

error: Content is protected !!